কষ্টে অভ্যস্ত হয়ে গেলেও, সেটা কষ্টই থাকে। সুখ হয়ে যায় না।
Monday, 20 July 2020
সুখই একমাত্র জিনিস যেটা যেখানে হারায় সেখানে খুঁজলে পাওয়া যায় না।
সুখই সম্ভবত একমাত্র জিনিস যেটা যেখানে হারায় সেখানে খুঁজলে পাওয়া যায় না।
মন হল আদরের ছোট্ট মেয়ে; আহ্লাদী, দস্যি, অবুঝ
মস্তিষ্ক হল বাড়ির বড় ছেলে,
গম্ভীর, হিসেবি, বাস্তবতা বোঝে
আর মন হল আদরের ছোট্ট মেয়ে;
আহ্লাদী, দস্যি, অবুঝ।
আমাকে মনে পড়লেই যেন তুমি এসে কড়া নাড়ো। কোন কিছুই যেন তোমাকে না ফেরায়।
চাইলেই ঈশ্বর দিয়ে দেবেন, এমন হলে অনেক কিছু চাওয়া যায়।
তুমি যেন আমাকে ভালবাসো,
আমি যেন তোমাকে ভুলে যাই
কিংবা, প্রতিবার আমাকে মনে পড়লেই যেন তুমি এসে কড়া নাড়ো, আমাকে খোঁজো।
কোন কিছুই যেন তোমাকে না ফেরায়।
Tuesday, 3 March 2020
Saturday, 15 February 2020
প্রিয়জনের ছবি জমিয়ে কী হয়
প্রিয়জনের ছবি জমিয়ে কী হয়!
এমন তো নয় প্রয়োজন শুধু একটা মুখের আদল।
আসলে তো মানুষ ভালবাসে কন্ঠস্বর, মুখের অভিব্যক্তি, দৃষ্টিতে কাব্য আর সমস্ত শরীর দিয়ে গল্প বলা...
Wednesday, 29 August 2018
পৃথিবীতে যতগুলো মানুষ , সুখের ততগুলো সংজ্ঞা ।
পৃথিবীতে যতগুলো মানুষ , সুখের ততগুলো সংজ্ঞা ।
Saturday, 17 March 2018
এই মাতাল হওয়া বাতাস
এই মাতাল হওয়া বাতাস,
এই আগুনে পোড়া ফাগুন
পাতা ঝরা নির্ঝরের দিন
এলোমেলো নিঝুম বিকেল
কারো না থাকার অভিজ্ঞান হয়ে থাকুক,
থাকুক বেঁচে থাকার স্মৃতিস্মারক হয়ে।
তবু সব কিছু অপচয় মনে হয়...
বিধাতা যখনই যা ভাবেন
বিধাতা যখনই যা ভাবেন,
তখনই তা কারো না কারো নিয়তি হয়ে যায়।
কিছু মানুষ কবিতা লেখেনা
কিছু মানুষ কবিতা লেখেনা,
নিজে হয়ে জন্মায়।
সবচেয়ে কঠিন মানুষের মন বোঝা
সবচেয়ে কঠিন মানুষের মন বোঝা।
যদি থাকে, তো।
পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই
পৃথিবীতে সত্যিই অসম্ভব বলে কিছু নেই। কিন্তু সেই আপাতঃ অসম্ভব ব্যপারটা যদি ভাল কিছু হয় তবে হয়ত সম্ভব হবার সম্ভাবনা খুব কম। আর যদি খারাপ কিছু হয় তবে হাজার না চাইতেও সেটা হয়ে যাবে।
মানুষগুলো অদ্ভুত
মানুষগুলো অদ্ভুত,
মূল্য তো দেয়
তবে পাবার আগ পর্যন্ত
বা হারানোর পর।
Thursday, 15 March 2018
যার সিঁথির সিঁদুরে তোর নাম
যার সিঁথির সিঁদুরে শুধু তোর নাম
তাকে সিঁদুর পড়ায় অন্যজন...
এজন্মে সে তোর কপালে নেই,
তাইতো অন্য কারও জন্য
কপালে সিঁদুর ফোঁটা আঁকে।
Tuesday, 3 October 2017
যারা ভালবেসে মানিয়ে নেয়
যারা ভালবেসে মানিয়ে নেয়,
তারা মানিয়ে নিতে ভালবাসে।
কিন্তু যারা মানিয়ে নিতে নিতে ভালবাসে,
নিয়তি তাদের মানিয়ে নিতে বাধ্য করে।
যে অপেক্ষা করতে জানে
যে অপেক্ষা করতে জানে তার কাছে কেউ ফেরেনা ,
যে উপেক্ষা করতে থাকে তার কাছেই ফিরে ফিরে যায়....
অল্প কিছু মানুষ ভাল থাকে
অল্প কিছু মানুষ ভাল থাকে,
আর বাকিরা ভাল থাকার চেষ্টায় থাকে...
কিছু কিছু বন্ধুত্ব (!!)
কিছু কিছু বন্ধুত্ব (!!) দেখলে সেটাকে বন্ধুর সম্পর্কের চেয়ে মনিব-ভৃত্যের সম্পর্কই মনে হয় বেশী।
লোকে অবশ্য এদের প্রেমিক-প্রেমিকাও ভাবে ।